ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ভালবাসি তোমায়

Admin
নভেম্বর ২১, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কতদিন হলো দেখিছি তোমায় ?
কতবার বলো দেখিছি তোমায় ?
কি ভাব তুমি আমায় নিয়ে ?

আমার জন্য আছে কি তোমার ভাবনা !

সারাক্ষন শুধু এমন উত্তর জানতে চায় মন ।

কালো ভোমড় উত্তরে বলে ,
“হায়রে মানব , তোর প্রেয়সী কেমন ?
প্রজাপতি শুনল কথা দিয়ে তার শ্রবণ।
উত্তরে বলিল ,“ও ভোমড় ভাই , তোমার প্রশ্ন কেন এমন ,
তুমি জান না “মানবের মনে আছে যে কত প্রেম ”
প্রেয়সী তাহার বুঝেও যে থাকে অবুঝের মতন ।

এমন সময় সুর্য মামা হাসিয়া উঠিয়া কহে ,
তোমার এমন ভাবনা চিন্তা আর নহে ।
ভালবাসার সৃষ্টি হয় মরন নাহি হয় তবে ,
তোমার প্রেয়সী তোমারই আছে থাকবে চিরকালভবে ।

এই সাত্বনা নিয়ে যে ভাই এলাম চাঁদের কাছে
চাঁদকে বলি ওভাই চাঁদ,“থাকো তুমি সারাক্ষন হাসি নিয়ে মুখে ,
তাহলে কি , ওদের কথা সত্যি হবে তবে  “
চাঁদ বলে , “কখনো দেখিনি পরাজয় .
মনে রেখ ভাই , মহাকাল থেকে হয়েছে ভালবাসার জয়।

আমার শয়নে স্বপনে শুধু ভাবনা যে একটাই ,
ভালবাসি তোমায় ।ভালবাসি তোমায় । ভালবাসি তোমায়।

 

হাসু