ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিতে পেরে গর্বিত বিচারপতি ফারাহ মাহবুব

Admin
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। যুগান্তকারী এ রায় প্রদানকারী হাইকোর্ট বেঞ্চের নেতৃত্বে ছিলেন একজন নারী বিচারপতি। তিনি বিচারপতি ফারাহ মাহবুব। তার সঙ্গে ছিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন এবং পুরো রায়টি আদালত কক্ষে ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায় ঘোষণা শেষে পঞ্চদশ সংশোধনী মামলা সংশ্লিষ্ট আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বিচারপতি ফারাহ মাহবুব বলেন, এত বড় ও গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আপনারা একজন নারী বিচারপতির বেঞ্চে এসেছিলেন। একজন নারী বিচারপতির ওপর আস্থা রেখেছেন, এ কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ। এটা আমার জন্য বড় পাওয়া। এ রায় দিতে পেরে আমি গর্বিত। আমি মনে করি নারী জাতির জন্য এটি গর্বের বিষয়।

বিচারপতি ফারাহ মাহবুব বলেন, এ রায় দেওয়ার সময় আমরা জনগণের চাওয়া ও অধিকার প্রতিষ্ঠার কথা চিন্তা করেছি। এসময় আইনজীবীরাও তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।