ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি

Admin
নভেম্বর ২১, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ । ৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে যে , বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জন এবং অর্থবহ ও মানসম্পন্ন চাকরির বিষয়ে আলোচনা করতে আগামী ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকা সফর করবে মার্কিন সরকারের প্রতিনিধিদল।  প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ। এছাড়াও থাকবেন যুক্তি শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করবেন।

 

প্রতিনিধিলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কীভাবে সর্বোত্তম সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবে।

অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান ও টেকসই প্রবৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর গুরুত্ব আরোপ করে এ সফর।