ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

অ্যাপেক্স ট্যানারিতে চেয়ারম্যান নিয়োগ

Admin
নভেম্বর ২৩, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ । ৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেডে নতুন চেয়ারম্যান হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুরকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি কোম্পানিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে সৈয়দ নাসিম মঞ্জুরকে নিয়োগ দিয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৫২ লাখ ৪০ হাজারটি। এর মধ্যে সর্বশেষ ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.১৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩.০২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.৮৩ শতাংশ শেয়ার রয়েছে।