ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

আজ বন্ধ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম

Admin
নভেম্বর ২৪, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ । ১১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার প্রতি সম্মান জানিয়ে রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির প্রশাসনিক কাজ চলমান থাকবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর)  বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মো. রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, মো. রুহুল আমিন ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।