ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান এডভোকেট মিরাজ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা জেলার ৬৭০ জন আইন কর্মকর্তার নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও, সারা দেশের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর আদালত, বিশেষ জজ আদালতসহ বিভিন্ন পর্যায়ের নিম্ন আদালতে সাড়ে চার হাজারের মতো পিপি এবং জিপিসহ অন্যান্য আইন কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত করেছে সরকার।
ঢাকা আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, এডভোকেট মিরাজ হোসেন ঢাকা আইনজীবী সমিতির একজন প্রথিতযশা আইনজীবী। তিনি সুনামের সাথে ঢাকা আইনজীবী সমিতিতে “ডিফেন্স ল’ইয়ার হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।
এবিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত এপিপি এডভোকেট মিরাজ হোসেন বলেন, “ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন আইন অঙ্গনে এবং রাজপথে সমানভাবে সংগ্রাম করেছি। আশাকরি বাংলাদেশ সরকারের যে গুরুদায়িত্ব পেয়েছি তা নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো।”