ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

Admin
অক্টোবর ১৬, ২০২৪ ২:৫৬ পূর্বাহ্ণ । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, উক্ত ১২ জন বিচারপতি চায়ের আমন্ত্রণে সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে একে একে প্রবেশ করছেন। পরে তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

একই সঙ্গে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতারা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে দুপুর দুইটার মধ্যেই ওই বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন। তারপর দুপুর দুইটার আগেই ওই বিচারপতিদের ছুটিতে পাঠানোর খবর এলো।