ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ডুসলা’র আহ্বায়ক কমিটি গঠন

Admin
অক্টোবর ১৬, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ । ৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ছাত্রছাত্রী আইনজীবীদের সংগঠন (DUSLA) ডুসলা’র ঢাকা জেলা বারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ডুসলা’র সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। ডুসলা’র কেন্দ্রীয় পরিষদের সভাপতি ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী আমিনুল গনি টিটু সভার সভাপতিত্ব করেন।

ডুসলা’র কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী পারভেজ হোসেন উক্ত কমিটি ঘোষণা করেন।

ড. শহিদুল ইসলামকে আহ্বায়ক, এ.এফ.এম রেজাউল করিম হিরন, মোঃ আতিকুর রহমান, সজয় চক্রবর্তী, মাসুদুর রহমান নোমান, তৌহিদা আক্তার নাজনীন, জহিরুল আলম চৌধুরী, সালাউদ্দিন সাদারকে যুগ্ম আহ্বায়ক এবং

সদস্য সচিব পদে- মোঃ কামরুজ্জামান এবং শাহ মোঃ মাহফুজুল হক, ব্যারিস্টার মঈনুল হোসেন, শাহাদাত হোসেন, মাহবুবুল হাসান, নাসিম গাজী, আল-মামুন রাসেল, শরীফ হাসান ভূইয়া, আফরোজা পারভীন সিলভীয়া ও মিজানুর রহমান সবুজকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্য পদে- তারেক আব্দুল্লাহ, রায়হান উল ইসলাম, আফলাতুন কাউসার, রিয়াজ উদ্দিন, সাইদুল হাওলাদার, হারুনুর রশিদ, হুমায়ুন কবির খন্দকার, ফকরুল ইসলাম, শফিক আহমদ এর নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত “ঢাকা বিশ্ববিদ্যালয়”-এর বিভিন্ন বিভাগের এক্স- স্টুডেন্টস দ্বারা গঠিত সংগঠন যাহার নাম-বাংলায় ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস (ডুসলা)” এবং ইংরেজীতে-“Dhaka University Students Lawyers Association
(DUSLA)” নামে পরিচিত