বাংলাভিশনে জনপ্রিয় ‘লাল গোলাপ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন সাংবাদিক শফিক রেহমান। কিন্তু ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। আট বছর ধরে দেশের বাইরে থাকার কারণে এই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাঁকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন শফিক রেহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দেশে ফিরে আসেন তিনি।