অক্টোবর মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এসময় আহত হয়েছে ৮১৫ জন।
এসময় ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৩ জন। যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৫৩ শতাংশ এবং নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ।
গণমাধ্যমে আসা সংবাদ থেকে এসব তথ্য নেওয়া হয়েছে।
অক্টোবরে রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ জন, নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।
যাত্রীকল্যাণ সমিতি জানায়, মোট দুর্ঘটনার ৪৯ শতাংশ ৪৮ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৫ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৪ দশমিক ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হয়েছে।
সড়ক দুর্ঘটনার জন্য ৬টি কারণ উল্লেখ করেছে সমিতি। এরমধ্যে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের অনুপস্থিতির সুযোগে আইন লঙ্ঘন করে যানবাহনের অবাধ চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকা এবং অতিবৃষ্টির কারণে সড়কের মাঝে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এসব গর্তের কারনে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে বলে জানানো হয়।