ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ফৌজদারী মামলার আদ্যোপান্ত

Admin
অক্টোবর ২৭, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ । ৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিচার ব্যবস্থায় দাঙ্গা, খুন, সাইবার অপরাধ, অর্থ ও সম্পদ লুট, পাচার, আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা, হত্যার হুমকি, বেআইনি সমাবেশ, যৌন নিপীড়ন, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্য প্রদানসহ নানা অপরাধের জন্য যে সব মামলা হয়, তা ফৌজদারি মামলা নামে পরিচিত।

এসব মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে কারাদণ্ড, জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে।
নিম্নোক্ত উপায়ে একটি ফৌজদারি মামলা দায়ের হতে পারে-

১। সিআর মামলা:
ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুসারে, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশী দরখাস্ত দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তা CR মামলা বা Complaint Registered Case নামে পরিচিত। ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট এরূপ মামলা আমলে গ্রহণ করে থাকেন। GR মামলায় রাষ্ট্র বাদী হলেও CR মামলায় বাদী হয় ক্ষতিগ্রস্থ ব্যক্তি।

২। জিআর বা পুলিশি মামলা:
ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮ এর ১৫৪ ধারা ও পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, ১৯৪৩ এর ২৪৩ বিধি অনুযায়ী, এজহারে প্রদত্ত আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাথমিক তথ্য বিবরণী বা First Information Report [FIR] ভুক্তি করে থানায় যে মামলা করা হয় তাকে GR মামলা বা General Registered Case বলে। [পুলিশ এফ.আই.আর বিপি ২৭ নং ফর্মে লিপিবদ্ধ করা থাকেন]

থানায় এজহার বা FIR দায়ের করলে এর বিপরীতে একটি এফ.আই.আর বা পি.এস নম্বর পরে এবং এজহারের মূল কপি ম্যাজিস্ট্রেট আদালতে পৌছানোর পর একটি জি.আর. নম্বর পড়বে।

GR মামলাকে রাষ্ট্রবাদী মামলা বা পুলিশ কেসও বলা হয়। এবং এরূপ মামলার ক্ষেত্রে ১৫৬ ধারা অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে।

৩। নন-জিআর ও নন-এফআইআর মামলা:
ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা ও পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, ১৯৪৩ এর ৩৭৭ বিধির আওতায় জিডি এন্ট্রির মাধ্যমে যে মামলা শুরু হয় তাকে বলা হয় Non-GR মামলা।

এছাড়াও পুলিশ কোন অপরাধ সংঘটনের সম্ভাবনার সংবাদ পেলে বা কোন অভ্যাসগত অপরাধীদের দ্বারা তার স্থানীয় এখতিয়ারের মাধ্যমে মধ্যে অপরাধ সংঘটনের সম্ভাবনার সংবাদ পেলে সম্ভাব্য অপরাধটি যাতে না ঘটতে পারে সেজন্য সেজন্য সম্ভাব্য অপরাধীদের নিকট হতে শান্তি রক্ষার বা সদচারণের মুচলেকা আদায়ের লক্ষ্যে যে মামলা দায়ের করা হয় তাও Non-GR মামলা নামে পরিচিত।

এ ধরণের মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যতিত GR মামলার অনুরূপ পদ্ধতি অবলম্বন করা হয়।

৪। ইউডি (UD) মামলা:
প্রাকৃতিক নিয়মের বাহিরে (যেমনঃ আত্মহত্যা, দূর্ঘটনা, খুন ইত্যাদি, অথবা এইরূপ পরিস্থিতিতে) মারা গেছে যার ফলে যুক্তিসংগতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোন ব্যক্তি মৃত্যু ঘটিয়েছে, এ রকম কোন মৃত্যুর জন্য থানায় যে মামলা রুজু করা হয় তাকে অপমৃত্যু মামলা বা Unnatural Death Case বলে।

পুলিশ কর্মকর্তা B.P. Form No. 48-এ তথ্যটি রেকর্ড করেন এবং ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮ এর ১৭৪ ধারা এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, ১৯৪৩ এর ২৯৯ বিধি অনুযায়ী অস্বাভাবিক মৃত্যুর মামলা (UD Case) শুরু করেন।

লেখক: এস এম সাইফুল আলম
সিভিল, ক্রিমিনাল এবং আয়কর আইনজীবী।