নিজস্ব প্রতিবেদন: গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সম্প্রতি “মুক্তির চেতনায় বাংলাদেশ “-র সাথে একান্ত সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তারেক রহমান বারবার দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন যে, বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি, লুটপাট বা দখলবাণিজ্য করা যাবে না। যদি কেউ এমন অপরাধে লিপ্ত হয়, দল তার দায়ভার বহন করবে না।
রাকিব উদ্দিন আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল দল এবং তারা দেশের উন্নয়নে সহযোগিতা করবে। দলের সকল নেতা-কর্মীদের বিশৃঙ্খলা ঠেকাতে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দলের আদর্শ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।
বিশেষ প্রতিনিধি মো. শাওন/ এম সি বি নিউজ