ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

অবুঝ ভালবাসা

Admin
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালবাসা মানে কি,
অফুরন্ত  হতাশা  ?
না ভালবাসা  মানে,
একটি মনের অবুঝ আশা।

 

 

 

ভালবাসা মানে কি ,
আত্মীয়তার বন্ধনে বাধা ?
না ভালবাসা মানে ,
একটি মনের নীরব কাঁদা ।

 

 

ভালবাসা মানে কি ,
যৌবনের লোভে পার্কে ঘোরা ।
না ভালবাসা মানে ,
দুইটি মনের মধুর ইচ্ছা ।

 

 

ভালবাসা মানে কি ,
কারও জন্য ঘুমকে আড়ি দেয়া ?
না ভালবাসা মানে ,
দুইটি হৃদয় দিয়ে কবিতা লেখা ।
ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের জন্য অকাতরে কাঁদা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয়ের অবুঝ হাসা ।

 

 

ভালবাসা মানে কি ,
একটি হৃদয়ের সাথে যুদ্ধ করা ?
না , ভালবাসা মানে ,
দুইটি হৃদয় নিয়ে থাকা ।

 

আমার ভালবাসা মানে ,
নয়রে আশা, নয়রে হতাশা ,
ভালবাসা মানে , অবুঝ আশা ,
অবুঝ ভালবাসা ।

#হাসু