শীতের সকাল
অরবিন্দ হাওলাদার
শিশির ভেজা শীতের সকাল
ডাকছে ছুটে আয়
মিষ্টি রোদের কিরন দেখ
লাগছে সবার গায়।
ঘাসের ওপর শিশির বিন্দু
করছে টলমল
রাশি রাশি সূর্য যেন
করছে ঝলমল।
গায়ের কাঁথা ফেলে দিয়ে
কচিকাঁচার দল
শীত যেন এক সঙ্গী সবার
মন করে চঞ্চল।
শীত তাড়াবার ফন্দি আবার
করছে ছেলে মেয়ে
খড় কুটা আর করছে জোগাড়
পাপড়ি গুলো নিয়ে।
ছোট বড় সবার কাছেই
আসছে নতুন দিন
আকাশ টা যে নীল রঙে তার
রাঙায় সারাদিন।
-অরবিন্দ হাওলাদার